সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটল অগ্নিসংযোগের ঘটনা। ইতিমধ্যে সেই এলাকায় ছুটে গিয়েছে দমকলবাহিনী। এই নিয়ে পঞ্চমবার আগুন লাগল প্রয়াগরাজের এই পুণ্যস্থলে।


প্রয়াগরাজ: ফের আগুন মহাকুম্ভে। নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতেই জ্বলে উঠল মহাকুম্ভ চত্বর। সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটল অগ্নিসংযোগের ঘটনা। ইতিমধ্যে সেই এলাকায় ছুটে গিয়েছে দমকলবাহিনী। এই নিয়ে পঞ্চমবার আগুন লাগল প্রয়াগরাজের এই পুণ্যস্থলে।

শনির অঘটনের রেশ এখনও কাটেনি। কুম্ভগামী ট্রেন ধরতে দেশের বিভিন্ন স্টেশনেই ধরা পড়েছে বিশৃঙ্খলার ছবি। আর তার মাঝেই মহাকুম্ভ চত্বরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দাউদাউ করে জ্বলে ওঠে কুম্ভমেলার সেক্টর ৮-এর বজরঙ দাস মার্গ। স্বাভাবিকভাবেই, আগুনের জেরে জ্বলে যায় পরপর কয়েকটি তাঁবুও। আগুন নেভাতে তৎক্ষণাৎই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী।


বে এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর প্রশাসনিক তরফে। সময় মতো দমকল পৌঁছে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গত শনিবারই আবার দুপুরের দিকে দাউদাউ করে জ্বলে উঠেছিল মহাকুম্ভের সেক্টর ১৮ ও সেক্টর ১৯। লেলিহান আগুনের শিখায় পুড়েখাক হয় একের পর এক তাঁবু।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours