হারিয়ে যাওয়া মোবাইল ফেরৎ দিল সুন্দরবন পুলিশ জেলা। সোমবার পুলিশ সুপার কোটেশ্বর রাও হারিয়ে যাওয়া মোবাইল গুলি, মোবাইলের মালিকদের হাতে তুলে দেন।
এদিন প্রায় ২৩৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হলো তাদের মালিকের কাছে। জানা গিয়েছে, এদিনের ফেরৎ দেওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। সুন্দরবন পুলিশ জেলার সুপার
বলেন, "উদ্ধার হওয়া প্রায় ৮৫ শতাংশ মোবাইল এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে। বাকি ১৫ শতাংশ ভিন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে।" গত দেড় বছরে প্রায় এক হাজারের বেশি মোবাইল উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours