বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিধানসভায় সোমবার মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। বিজেপিকে মুলতুবি প্রস্তাব পড়তেও দেওয়া হয়।


 আসন থেকে উঠে গিয়ে কাগজ ছিঁড়ে স্পিকারকে ছুড়ে মারলেন শুভেন্দু! কেন? আজ বিধানসভায় 'চরম নিন্দনীয়' কাণ্ড
স্পিকারকে কাগজ ছুড়ে মারলেন শুভেন্দু!

 বিধানসভায় হট্টগোল, ওয়াকআউট বিজেপির। রাজ্যের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব বিজেপির। আলোচনায় অনুমতি না দেওয়ায় স্লোগান। প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের। আর এসবের মধ্যেই বিধানসভায় ঘটে গেল ‘নিন্দনীয়’ ঘটনা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুড়ে মারলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


এদিন ঠিক কী ঘটেছিল অধিবেশনে? 

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিধানসভায় সোমবার মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। বিজেপিকে মুলতুবি প্রস্তাব পড়তেও দেওয়া হয়। যেখানে রাজ্যের বাধা দানের বিষয়টি নিয়েও পড়েন। এরপরই হঠাৎ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা দাবি করেন আলোচনা করতে দিতে হবে। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে দেননি।

এরপরই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি-র বাকি বিধায়করা নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বারংবার তাঁরা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন। সঙ্গে ‘হিন্দুবিরোধী সরকার’, ‘জেহাদিদের সরকার’ বলে স্লোগান দিতে থাকেন। এরপর শুভেন্দু অধিকারীকে দেখা যায় নিজের আসন থেকে নেমে স্পিকারের আসনের দিকে এগিয়ে যান। স্পিকারের সামনে স্লোগান দিতে থাকেন। স্পিকারের চেয়ারের সামনে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী হাউজ়ের যে কাগজ বিধায়করা পান, তা ছিঁড়ে ফেলেন। স্পিকারের দিকে ছু়ড়ে দেন।

এরপরই স্পিকার বলেন, “যে ধরনের আচার আচরণ আপনারা করছেন, তা নিন্দাযোগ্য।” বিধানসভার প্রথমার্ধ মুলতুবি হওয়ার আগে স্পিকার জানিয়ে দেন, বিধানসভা থেকে সাসপেন্ড করা হল, শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ ও অগ্নিমিত্রা পালকে। তবে তা কতদিনের জন্য, তা এই মুহূর্তে স্পষ্ট করেননি স্পিকার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours