বাংলা ছবির প্রচার করতে গিয়ে জানালেন তিনি একটি হিন্দি ভাষায় কাজ করছেন। সেই ছবিতে তাঁর বিপরীতে আছেন সিলভার স্ক্রিনের অ্যাংরি ম্যান সানি দেওল। এমনিতে তাঁর ঢাই কিলো হাতের ক্ষমতা মেনেছে সকলে, তবে সানি দেওলকে এখন অন্য ধরনের চরিত্রে দেখা যাচ্ছে।
সানি দেওলের ছবিতে এবার বাংলার নায়িকা, বলিউড সফরে এবার কে?
বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর আর্জি আসে মাঝেমধ্যেই। তবে এখন অনেকেই মনে করছেন সমাজ মাধ্যমের কারণে এখন সব ছবি জাতীয় ছবি, অধিকাংশ অভিনেতাই জাতীয় স্তরে পরিচিত হয়ে উঠছেন। সেই কারণেই এখন বহু আঞ্চলিক অভিনেতারা জাতীয় স্তরে কাজ করে প্রশংসা পাচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী তাঁর বাংলা ছবির প্রচার করতে গিয়ে জানালেন তিনি একটি হিন্দি ভাষায় কাজ করছেন। সেই ছবিতে তাঁর বিপরীতে আছেন সিলভার স্ক্রিনের অ্যাংরি ম্যান সানি দেওল। এমনিতে তাঁর ঢাই কিলো হাতের ক্ষমতা মেনেছে সকলে, তবে সানি দেওলকে এখন অন্য ধরনের চরিত্রে দেখা যাচ্ছে।
মডেলিং থেকে কেরিয়ার শুরু করে অভিনয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তনুশ্রী চক্রবর্তী। দর্শকরা দেখে এসেছেন তিনি বরাবরই সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন। অবশ্য তনুশ্রী জানিয়েছেন, তিনি বর্তমানে কমিক চরিত্র করতে বেশি ইচ্ছুক।
তবে বলিউডে সানি দেওলের সঙ্গে শ্যুটিং চললেও , সেই বিষয়ে খুব বেশি কিছু এখনই বলতে চান না নায়িকা। এছাড়াও সম্প্রতি হায়দরাবাদ বেঙ্গলী ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘ডিপফ্রিজ’ ছবির জন্য। এই ছবিটি এখন বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরছে, ইতিমধ্যেই ইফিতেও নির্বাচিত হয়েছিল। আগামী দিনে তনুশ্রীর থেকে আশা রাখছেন তাঁর ফ্যান মহল।
Post A Comment:
0 comments so far,add yours