নয় মাস আগে প্রেম করে বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে যান ওই গৃহবধূ।


বিয়ের ৯ মাসের মধ্যেই স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী স্বামী, কারণ ভয়ঙ্কর
প্রতীকী ছবি


বিয়ের নয় মাসের মধ্যেই স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী স্বামী। পুরাতন মালদা থানার সাহাপুর দুই নম্বর বিমল দাস কলোনি এলাকার ঘটনা। মৃত যুবকের নাম সুরজিৎ হালদার।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নয় মাস আগে প্রেম করে বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে যান ওই গৃহবধূ।

মৃত যুবকের পরিবারের দাবি, জামাইবাবুর সঙ্গে গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। এরই মধ্যে সুরজিৎ তার স্ত্রীকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

সুরজির ফোনের কল লিস্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্ত্রীর সঙ্গে ঠিক কী কথা হচ্ছিল, সম্পর্কের আদৌ কোনও জটিলতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours