গুরুতর অসুস্থ বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসাধীন তিনি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।


মঙ্গলবার ফোনেও ডাক্তারদের কাছ থেকে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'আমি ডাকতেই রেসপন্স করল', প্রতুল মুখোপাধ্যায়কে দেখে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী




গুরুতর অসুস্থ বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসাধীন তিনি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। মঙ্গলবার ফোনেই ডাক্তারদের কাছ থেকে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার সন্ধ্যায় শিল্পীকে দেখতে এসএসকেএমে পৌঁছে যান মমতা। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, প্রতুল মুখোপাধ্যায় ভেন্টিলেশনে আছেন৷ দুদিন জ্ঞান ছিল না। আমি ডাকলাম রেসপন্স করল৷ হাত বাড়াল৷ আঙুলগুলো টিপে দিলাম।


মমতা আরও জানান, যখন অরগ্যান ভলো করে কাজ করে না তখন ভেন্টিলেশনে দেওয়া হয়। উনার অসুখ ক্রিটিক্যাল। দুদিন রেসপন্স করছিলেন না৷ এখন রেসপন্স করলেন। ওনার মানসিক শক্তি। এটা অনেক সময় সাইকোলজিক্যালি দেখতে গেলে অনেকে ফিরেও আসেন। কেউ যদি মনে করে আমার ইচ্ছে শক্তি নেই তাহলে শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা যায় না। অবস্থা সঙ্কটজনক, আশা করছি ভালো হয়ে যাবেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষাও করেছিলেন। তবে বর্তমানে অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপ‌ও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours