হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা সতর্কতা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ২০০ মিটারের নিচে কুয়াশা থাকবে।
তেড়ে নামবে বৃষ্টি, বড় আপডেট দিল হাওয়া অফিস
বৃষ্টির পূর্বভাস
সোয়েটার লাগছে না। কিছু বাড়িতে কম্বল-লেপ উঠেছে। তবে আবহাওয়া অফিস বলছে, ফের কমে যাবে তাপমাত্রা। প্রায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা সতর্কতা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ২০০ মিটারের নিচে কুয়াশা থাকবে।
বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা উপরে থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও ফিরতে পারে।অপরদিকে, উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে ঘন কুয়াশা থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বেলার দিকে পরিষ্কার হবে আকাশ। উত্তরবঙ্গে তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। আগামিকাল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours