ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ক্লিনসুইপ করলেন রোহিতরা। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়। সিরিজের ফল ভারতের পক্ষে ৩-০।


ওডিআই-তেও কাজে দিল না বাজ়বল, ইংল্যান্ডকে ক্লিনসুইপ করল ভারত



ভারতের মাটিতে যে বাজ়বল সম্ভব নয়, টেস্ট ফরম্যাটে এর উদাহরণ আগেই পেয়েছিল ইংল্যান্ড। তখন অবশ্য ব্রেন্ডন ম্যাকালাম শুধুমাত্র টেস্টেরই কোচ ছিলেন। এখন তিন ফরম্যাটেই ইংল্যান্ডের কোচ ম্যাকালাম। সদ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। এ বার ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ক্লিনসুইপ করলেন রোহিতরা। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়। সিরিজের ফল ভারতের পক্ষে ৩-০। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই।


জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। ভারতের বেঞ্চ সেই ধাক্কা সামলাতে পারবে কি না বলা কঠিন। তবে ইংল্যান্ড সিরিজে বোলিং পারফরম্যান্স ভরসা দিচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্পিনাররা। আমেদাবাদে তৃতীয় ওয়ান ডে-তে নজর ছিল সামিকে ছাড়া ভারতীয় বোলিং কেমন পারফর্ম করে। সামির পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল জাডেজাকেও। খেলতে পারেননি বরুণ চক্রবর্তীও।

বিস্তারিত আসছে…
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours