শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখড়ে পৌঁছতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মন্ডল।
এ বছর সে মাধ্যমিক পরীক্ষার্থী। মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে এসেছে রাজনগর বিশ্বম্ভরপুর হাই স্কুলে। খুব ছোটবেলা থেকেই লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। মেরে কেটে তার উচ্চতা হবে আড়াই ফুট। ১০০ শতাংশ প্রতিবন্ধী। হাঁটাচলা তো দূরের কথা দাঁড়াতেও পারে না। বাবা রাজমিস্ত্রির কাজ করেন।
মা গৃহবধূ। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তমশ্রী। তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে। পরিবার ও স্কুলের শিক্ষকরাও তার পাশে রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours