স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধে নাগাদ ধোঁয়া বেরতে দেখেন এলাকার লোকজন। তখন আর বুঝতে বাকি ছিল না কারও। সঙ্গে-সঙ্গে তাঁরা ছুটে আসেন এলাকায়। আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলকে। দু'টি ইঞ্জিন আসে সেখানে।
শহরের বহুতলে বীভৎস আগুন, ঝলসে মৃত্যু ২ জনের
এই বহুতলেই আগুন
মর্মান্তিক ঘটনা বীরভূমের বোলপুরে। বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনার জেরে অসুস্থ শিশু সহ বেশ কয়েকজন। শেষ পাওয়া খবর অনুয়ায়ী মৃত্যু হয়েছে দু’জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধে নাগাদ ধোঁয়া বেরতে দেখেন এলাকার লোকজন। তখন আর বুঝতে বাকি ছিল না কারও। সঙ্গে-সঙ্গে তাঁরা ছুটে আসেন এলাকায়। আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলকে। দু’টি ইঞ্জিন আসে সেখানে। তবে তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। আগুনে লেগে অসুস্থ শিশুসহ আরও কয়েকজন। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তবে স্থানীয় প্রশাসন এই বিষয়ে এখনও কিছু জানায়নি।
দুর্যোধন লোহার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানতে পারছি। কিন্তু যাঁরা প্রত্যক্ষদর্শী তাঁরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা তো ধোঁয়া বেরতে দেখে হাজির হই এলাকায়। সাধারণ মানুষ, বোলপুর পৌরসভার কর্মী থেকে স্থানীয় প্রশাসন সকলে যথেষ্ঠ সাহায্য় করেছে। অনেক মানুষই ভয়ে ছাদে বসেছিল। তাদের নামিয়ে আনা হয়েছে।”
Post A Comment:
0 comments so far,add yours