যে কেজরীবালের 'শিশমহল'নিয়ে এককালে এত কটাক্ষ করেছে বিজেপি। সেই কেজরীবালের সাজানো 'শিশমহলে'ই কি উঠতে চলেছে তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, সম্ভবত কেজরীবালের সাজানো ওই বাসভবনে নাও উঠতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী।


যে 'শিশমহল' ঘর ভাঙল কেজরীবালের, সেই 'শিশমহলেই' কি উঠবে বিজেপির মুখ্যমন্ত্রী?


 রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শখের ‘শিশমহলের’ কারণেই ‘আম’ পরিচয় খুইয়েছিলেন কেজরীবাল। সিভিল লাইনস ফ্ল্য়াগশিপ রোডের ধারেই এই মুখ্যমন্ত্রীর বাসভবন। যার সাজসজ্জা নিয়ে এককালে বিরাট সুর চড়িয়েছিল পদ্ম শিবির।


এখন সরকার বদলেছে। ২৭ বছর পর দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। শনিবার, বেরিয়েছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফল। আর তাতেই ছক্কা হাঁকিয়েছে পদ্ম শিবির। ৪৮টি আসন-সহ রাজধানী এখন বিজেপির দখলে। তবে রাজ্য়ের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখনও মুখ খোলেনি তারা।

আসন্ন ১২ তারিখ আমেরিকা সফরে যাবেন মোদী। সূত্রের খবর, সেই সময়কালেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে পদ্ম শিবির। তারপর প্রধানমন্ত্রী দেশে ফিরলে হবে শপথগ্রহণ পর্ব। তবে নতুন মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, এখন প্রশ্নটা অন্য।


যে কেজরীবালের ‘শিশমহল’নিয়ে এককালে এত কটাক্ষ করেছে বিজেপি। সেই কেজরীবালের সাজানো ‘শিশমহলে’ই কি উঠতে চলেছে তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, সম্ভবত কেজরীবালের সাজানো ওই বাসভবনে নাও উঠতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দিল্লির ভোটপ্রচারে বিজেপির অন্যতম ইস্যু ছিল আপের দুর্নীতি। কেজরীর বাসভবনকে তারাই সর্বপ্রথম ‘শিশমহল’ বলে কটাক্ষ করে। নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপ প্রধানকে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন সরকারি বাংলো নেবেন না। সেই উনিই ক্ষমতায় এসে সরকারি আবাস সাজাতে বিপুল অর্থ নয়ছয় করেছেন।’

কেজরীবালের ‘শখের’ বাসভবন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মোদীও। নির্বাচনের এক দিন আগে সংসদের যৌথ অধিবেশনে কেজরীর নাম না করেই প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কেউ কেউ জাকুজ়ি বা বিলাসবহুল বাথরুম তৈরিতে মন দিয়ে থাকেন। কিন্তু আমরা সব ঘরে জল পৌঁছানোয় বেশি মন দিয়ে থাকি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours