গত ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল পকেটমারি হয় পেশায় পুরোহিত ৬১ বছরের তাপস চক্রবর্তীর। এরপর নতুন মোবাইল কিনে নিজের নম্বরের সিম জোগার করতে সব মিলিয়ে দু’দিন কেটে যায়। কিন্তু, মোবাইল চালু হতেই হতবাক বৃদ্ধ।
জীবনে কখনও ATM-এ যাননি! মোবাইলটা অন করতেই এল মেসেজটা, নিমেষে উধাও সারা জীবনের সঞ্চয়, শিলিগুড়ির বৃদ্ধ পুরোহিতের অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা
হতাশ বৃদ্ধ দ্বারস্থ থানার
চারপাশে শুধুই জালিয়াতির খবর। প্রতারণার ভয়েই জীবনে কখনও এটিএমই ব্যবহার করেননি বৃদ্ধ। ব্যাঙ্কে গিয়েই টাকা তুলতেন। অনলাইন ব্যাঙ্কিংয়ের ধারপাশ দিয়েও যাননি। অথচ সেই বৃদ্ধও এবার প্রতারণার শিকার। কার্যত তাঁর ব্যাঙ্কের দুই লক্ষ ২২ হাজার ৮০০ টাকা তুলে নিয়ে জালিয়াতরা। অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা।
সূত্রের খবর, গত ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল পকেটমারি হয় পেশায় পুরোহিত ৬১ বছরের তাপস চক্রবর্তীর। এরপর নতুন মোবাইল কিনে নিজের নম্বরের সিম জোগার করতে সব মিলিয়ে দু’দিন কেটে যায়। কিন্তু, মোবাইল চালু হতেই হতবাক বৃদ্ধ। মুহূর্তেই এল মেসেজটা। দেখা যায় অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে জীবনের জমানো সর্বস্ব।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ফায় দফায় টাকা উঠে গিয়েছে। আমি জীবনে এটিএম ব্যবহার করি না। অনলাইন কেনাকাটা করি না। টাকার দরকার হলে ব্যঙ্কে গিয়ে টাকা তুলি। অথচ আমার মোবাইল চুরির পর অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে টাকা তুলে নিল প্রতারকেরা। মোট আটবার টাকা তোলা হয়েছে। আমার সর্বস্ব হাতিয়ে নিল প্রতারকেরা। আমার এটিএম নেই। ফলে পিনকোড নেই। তাহলে কিভাবে অনলাইনে আমার টাকা ট্রান্সফার হল?“ ওই আকাউন্টে মাত্র ৫৮ টাকা পড়ে আছে। সূত্রের খবর, সমস্ত টাকাই ইউপিআইের মাধ্যমে তোলা হয়েছে। ইতিমধ্য়েই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ।
Post A Comment:
0 comments so far,add yours