সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেরল। তাদের শুরুটা ভালো হলেও দুই ওপেনার অবশ্য ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডারে অভিজ্ঞ জলজ সাক্সেনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

 সচিন-আজহারের দুরন্ত ইনিংস, বিদর্ভর বিরুদ্ধে ব্যাকফুটে অজিঙ্ক রাহানেরা!


রঞ্জি ট্রফির সেমিফাইনাল চলছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি গুজরাট ও কেরল। দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই খেলছে বিদর্ভর বিরুদ্ধে। নকআউটের ম্যাচ পাঁচ দিনের। ফলে এখন থেকেই কোনও টিমকে এগিয়ে পিছিয়ে রাখা কঠিন। তবে প্রথম ইনিংসের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রথম দিন কেমন পরিস্থিতি কোন দল, জেনে নেওয়া যাক।


আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট বনাম কেরল ম্যাচ। প্রথম দিনের শেষে কিছুটা হলেও অ্যাডভান্টেজ কেরল। সৌজন্যে সচিন বেবি ও মহম্মদ আজহারউদ্দিনের পারফরম্য়ান্স। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেরল। তাদের শুরুটা ভালো হলেও দুই ওপেনার অবশ্য ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডারে অভিজ্ঞ জলজ সাক্সেনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

দুই ওপেনার ও জলজ ৩০ রান করেন। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২০৬ রান তুলে নিয়েছে কেরল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য ক্যাপ্টেন সচিন বেবি ও আজহারউদ্দিনের পার্টনারশিপ। সচিন বেবি ৬৯ রানে ক্রিজে রয়েছেন। অন্য দিকে আজহারউদ্দিন ৩০ রানে। কেরল ব্যাটিং লাইন আপে এখনও সলমন নিজারের মতো প্লেয়ার রয়েছেন। ফলে এখান থেকে ৩০০ প্লাস স্কোরের প্রত্যাশা করাই যায়।

দ্বিতীয় সেমিফাইনাল নাগপুরে। এই ম্যাচেও টস জেতা দল প্রথমে ব্যাটিংই নিয়েছে। শুরুতেই অবশ্য ওপেনার অথর্ব তাইডের উইকেট হারায় বিদর্ভ। ধ্রুর শোরে এবং দানিশ মালেবর যথাক্রমে ৭৪ ও ৭৯ রান করেন। ক্যাপ্টেন করুণ নায়ার সেট হলেও ৪৫ রানেই ফেরেন। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে নিয়েছে বিদর্ভ। যা মুম্বইয়ের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় দিন দ্রুত প্রতিপক্ষকে অলআউট করতে না পারলে অজিঙ্ক রাহানেদের আরও চাপ বাড়বে।

প্রথম দিন মুম্বই বোলারদের মধ্যে নজর কাড়লেন শিবম দুবে ও শামস মুলানি। দু-জনেই দুটি করে উইকেট নিয়েছেন। সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতি, তারকা পেসার শার্দূল ঠাকুরের বোলিং পারফরম্যান্স।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours