মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক-ইন্সটাগ্রাম। অধিকাংশের ফেসবুক প্রোফাইল লগ আউট হয়ে যায়। ইন্সটাগ্রামে নতুন ফিড রিফ্রেশ হয়নি। ফেসবুক বিকল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যখন এক্স প্ল্যাটফর্মে ভিড় জমাচ্ছিলেন, সেই সময়ই প্রতিযোগী ফেসবুককে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন এক্স-র মালিক ইলন মাস্ক।


'যদি এই পোস্ট পড়তে পারেন, তার মানে...', ফেসবুক অচল হতেই খোঁচা ইলন মাস্কের!
ফেসবুককে খোঁচা ইলন মাস্কের।


ওয়াশিংটন: ফেসবুকে ক্লিক করতেই একটা মেসেজ, “সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেন”। আপনা-আপনিই লগ আউট হয়ে গেল ফেসবুক (Facebook)। যতবারই পাসওয়ার্ড রিসেট করা হোক না কেন, কিছুতেই লগ ইন হল না। ফেসবুক চলছে না বলে যারা ইন্সটাগ্রাম (Instagram) ঘাঁটতে গেলেন, তারা দেখলেন সেখানেও একই অবস্থা। একসঙ্গেই অচল ফেসবুক-ইন্সটাগ্রাম। এটা শুধু গুটি কয়েক মানুষের নয়, বিশ্বজুড়েই সকল ফেসবুক-ইন্সটা ব্যবহারকারীরই একই অভিজ্ঞতা। পরে জানা যায়, ফেসবুকের সার্ভারে সমস্যার জন্যই থমকে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। প্রায় এক ঘণ্টা পর অচলাবস্থা কাটে। এদিকে, ফেসবুক বিকল হতেই ব্যবহারকারীরা যাবতীয় ক্ষোভ উগরে দেন অপর সোশ্যাল মাধ্যম, এক্স (X) হ্যান্ডেলে। এক্স-র মালিক ইলন মাস্ক (Elon Musk)-ও কম যান না। ফেসবুককে খোঁচা মেরে পোস্ট করেন তিনি।


মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক-ইন্সটাগ্রাম। অধিকাংশের ফেসবুক প্রোফাইল লগ আউট হয়ে যায়। ইন্সটাগ্রামে নতুন ফিড রিফ্রেশ হয়নি। ফেসবুক বিকল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যখন এক্স প্ল্যাটফর্মে ভিড় জমাচ্ছিলেন, সেই সময়ই প্রতিযোগী ফেসবুককে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন এক্স-র মালিক ইলন মাস্ক। তিনি লেখেন, “যদি আপনি এই পোস্ট পড়তে পারছেন, তার কারণ হল আমাদের সার্ভার কাজ করছে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours