সেই পিঙ্কি নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন। কাঞ্চনের বাড়ি ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছিলেন তিনি। ছোট ছেলে ওশকে নিয়ে চলে এসেছিলেন। সেই থেকে ছোট ছেলেটাকে নিয়ে একাই লড়ছেন 'সিঙ্গল মাদার'। কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। ২০২৩ সালের ১০ জানুয়ারি, তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে কাঞ্চনের সঙ্গে।

'মাই ডিয়ার, দেখো আমিও দাঁড়িয়ে আছি তোমার পাশে', কার জন্য বললেন পিঙ্কি?
কাঞ্চন-পিঙ্কি।

২০১১ সালে অভিনেতা (তখন বিধায়ক ছিলেন না) কাঞ্চন মল্লিককে বিয়ে করেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়। ২০২০ সাল থেকে আলাদা থাকছেন পিঙ্কি। সেই সময় তাঁদের জীবনে আগমন ঘটে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। সেই কারণেই ভাঙন, তেমনটাই ইঙ্গিতে বলেছিলেন পিঙ্কি।


সেই পিঙ্কি নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন। কাঞ্চনের বাড়ি ছেড়ে অনেক আগেই বেরিয়ে এসেছিলেন তিনি। ছোট ছেলে ওশকে নিয়ে চলে এসেছিলেন। সেই থেকে ছোট ছেলেটাকে নিয়ে একাই লড়ছেন ‘সিঙ্গল মাদার’। কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। ২০২৩ সালের ১০ জানুয়ারি, তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে কাঞ্চনের সঙ্গে।

স্বামী ছাড়া একাকী জীবনে পুত্র ওশই পিঙ্কির একমাত্র আশ্রয় এবং খুঁটি। তাঁর সঙ্গে নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলেছেন পিঙ্কি। নিজের ইউটিউব চ্যানেল ‘আনবক্স’ শুরু করেছেন। সম্প্রতি আপলোড করেছেন ২২ মিনিটের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর সারমর্ম ভিনসেন্ট ভ্যান গখের আঁকা ‘দ্যা স্টারি নাইট’ ছবিটি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours