এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়?

Vibhuvana Sankashti Chaturthi 2023: ৩ বছরে একবার পালিত হয় বিরল বিভুবন সংকষ্টী চতুর্থী! জেনে নিন শুভ মুহূর্ত ও মাহাত্ম্যছবিটি প্রতীকী
হিন্দু ক্য়ালেন্ডার অনুসারে, প্রতি তিন বছরে একবার আসে বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত। কারণ এই চতুর্থী ব্রত আধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়। তাই এই বিরল ও শুভ ব্রত পালন করলে সকল দুঃখের অবসান হয়। এই সময়ে শ্রাবণ মলমাসের শুক্লপক্ষ চলছে। পূর্ণিমার পর থেকে শুরু হবে কৃষ্ণপক্ষ। তারপরেই পালিত হবে বিভুবন সংকষ্টী চতুর্থী। এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়? পূজোর শুভ সময় কত ও চন্দ্র অর্ঘ্য সময় কতক্ষণ, তা জেনে নিন এখানে…


বিভুবন সংকষ্টী চতুর্থী

হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ অধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ৪ অগস্ট, শুত্রবার, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে শনিবার, ৫ আগস্ট সকাল ০৯টা ৩৯ মিনিটে। চতুর্থীর চন্দ্রোদয়ের সময়ের ভিত্তিতে ৪ আগস্ট বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত ও উপবাস পালিত হবে। বিভুবন সংকষ্টী চতুর্থী মলমাসের সংকষ্টী চতুর্থী বা মলমাসের সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours