মুখে কুলুপ আলিদের। তিনি খুব একটা খুশি নন এই সিদ্ধান্তে তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন।
গত কয়েকদিন ধরে রাখী সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। আগে বিয়ের সম্পর্কে সুখী হননি তিনি। বেরিয়ে এসেছিলেন সম্পর্ক থেকে। এরপরই তাঁর জীবনে আসে আদিল খান (Adil Khan)। সম্পর্ক গভীর হয়। একে অন্যের সঙ্গে থাকলেও বিয়ে কবে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউ-ই। যদিও আদিল প্রথম থেকেই বিষয়চা থেকে নিজেকে সরিয়ে রাখতেন। তবে দামী দামী উপহারে কোনওদিন খামতি রাখেননি তিনি। ফোন থেকে শুরু করে গাড়ি, রাখীর কথায়, বড় ব্যবসায়ী আদিল। তাঁকে বেশ ভালবাসেন। তাঁরা সুখে রয়েছেন। তবে নেটপাড়ার ধারনা ছিল বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নন রাখী সাওয়ান্তের প্রেমিক আদিল (Rakhi Sawant Marriage)। তবে গোপনে যে তাঁরা সাত মাস আগে বিয়ে করে নিয়েছিলেন, সেই খবর সম্পূর্ণ ছিল চাপা।
বিগ বস-এ যাওয়ার পরই রাখীর মনে সম্পর্ক নিয়ে খানিক প্রশ্নের দেখা দেয়। তারপরই তিনি সমস্ত তথ্য সামনে নিয়ে আসেন, যে তাঁরা বিবাহিত। তারপর থেকেই তোলপাড় হতে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতা। অন্যদিকে মুখে কুলুপ আলিদের। তিনি খুব একটা খুশি নন এই সিদ্ধান্তে তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। বিয়ে স্বীকার না করলেও অস্বীকার তিনি করেননি, তা বারে বারে বলতে শুরু করেন। এমন কি জানান, ১০ দিনের মধ্যে তিনি নিজের সম্পূর্ণ মতামত সকলের সামনে রাখবেন।
Post A Comment:
0 comments so far,add yours