রবিবার ফরাসি লিগ ওয়ানে লরিয়েন্টের বিরুদ্ধে যেন ফুল ফোটালেন প্যারিস সাঁ-জাঁ-র তিন তারকা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমারের দাপটে গুড়িয়ে গেল লরিয়েন্ট। প্রথম বার কোনও ম্যাচে একসঙ্গে গোল পেলেন পিএসজি-র তিন তারকা ফুটবলার। সেই সঙ্গে ৫-১ গোলে লরিয়েন্টকে হারাল তারা।

নেইমার, মেসিকে অবশ্য এ দিন ছাপিয়ে গেলেন এমবাপে। নিজে শুধু জোড়া গোল করলেনই না, নেইমার এবং মেসিকে দিয়ে গোলও করালেন ফরাসি তারকা। আসলে ম্যাচের শুরু থেকেই তিন তারকার ত্রিফলা আক্রমণে কেঁপে গিয়েছিল লরিয়েন্টের ডিফেন্স।

ম্যাচের একেবারে শুরুতেই ১২ মিনিটে এমবাপের সৌজন্যে ১-০ পিএসজি-কে এগিয়ে দেন নেইমার। ২৮ মিনিটে এমবাপের দুরন্ত গোলে ২-০ হয়। বিরতিতে অবশ্য ০-২ পিছিয়ে থাকার পরেও লরিয়েন্ট হাল ছাড়েননি। ম্যাচের ৫৬ মিনিটে তেরেম মোফি ব্যবধান কমান। তবে এর পরেই যেন পিএসজি আরও বেশি জ্বলে ওঠে। ৬৭ মিনিটে ৩-১ করেন এমবাপে। এর পর আর খেলায় ফিরতেই পারেনি লরিয়েন্ট। প্রসঙ্গত সহজ সুযোগ নষ্ট না করলে এই ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন এমবাপে

৭৩ মিনিটে মেসি ৪-১ করেন। ম্যাচের একেবারে শেষে ৯০ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে ৫-১-এ এগিয়ে যায় পিএসজি। গোলের মুখ আর খুলতেই পারেনি লরিয়েন্ট।

এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও পাকা করল প্যারিস সাঁ-জাঁ। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের তাদের চেয়ে ১২ পয়েন্টে পিছনে রয়েছে। এদিকে পিএসজি-র কাছে হেরে ৩০ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে লরিয়েন্ট। তাদের অবনমনের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours