করোনা ভাইরাসের (Corona virus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন বিলির ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এবার সেই বিনামূল্যে রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। সোমবার বিকেল ৫টা জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, দীপাবলি অর্থাত নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র সরকার। যার ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।

গতবার লকডাউনেও টানা ছমাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার।এবারও বিনামূল্যে রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়াল কেন্দ্র সরকার।
এদিকে পশ্চিমবঙ্গে বিনামূল্যে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা আগেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে মোদী সরকারের এই ঘোষণা ২০২৪ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours