কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের সহকারীর খোঁজ মিলল। গত দেড় মাস ধরে দেবাঞ্জনের অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছিলেন সুস্মিতা ব্যানার্জি। এই মহিলা তালতলার বাসিন্দা।সংবাদমাধ্যমকে তিনি বলেন, তালতলার একটি পুজোর অনুষ্ঠানে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর পরিচয় হয়। দেবাঞ্জন তাঁকে আইএএস অফিসার বলে পরিচয় দেন। যেহেতু তাঁর বাড়িতে অসুস্থ সন্তান রয়েছে তাই চাকরির তাগিদে দেবাঞ্জন দেবের অফিসে কাজ করতে শুরু করেন তিনি। চাকরির জন্য মক টেস্ট ও ইন্টারভিউও নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।তবে সম্প্রতি বেশকিছু জাল নিয়োগপত্রের নথি সামনে এসেছে। যেখানে সুস্মিতা ব্যানার্জির সই রয়েছে। ওই অফিসের বাকি কর্মীরাও জানিয়েছেন এই সুস্মিতাকে ডেপুটি সেক্রেটারি হিসেবেই পরিচয় করিয়েছিলেন দেবাঞ্জন। সিটি কলেজে যে ভ্যাক্সিনেশন ক্যাম্প হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন সুস্মিতা ব্যানার্জি। তবে তাঁর বক্তব্যের সঙ্গে বেশ কিছু অমিল রয়েছে। যার ফলের তাঁরও ভূমিকা প্রশ্নের মুখে।এদিকে দেবাঞ্জনের প্রতারণার এই ফাঁদ থেকে বাদ যাননি পারিবারিক বন্ধুরাও। দেবাঞ্জনের বোনের বন্ধু স্নেহা সরকার ওই ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন। আবার এদিকে দেবাঞ্জনকে জেরা করে মিলেছে নতুন তথ্য। সিরাম ইনস্টিটিউটকে মেইল করা হয়েছিল বলেও জানিয়েছেন দেবাঞ্জন। সেখান থেকে সাড়া না মেলায় ভুয়ো টিকা এনে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয় বলে জানিয়েছেন তিনি। এদিকে এই সমস্ত কারবারের পিছনে আর কোন রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে সংস্থার কর্মী-সহ ১০ জনকে তলব করা হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours