আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে গতকাল শেষ হওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। ১১ ম্যাচের ১০ ইনিংসে তার সংগ্রহ ৪১৮ রান। আছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি। ব্যাটিং গড় ৫২.২৫।

দ্বিতীয় সর্বোচ্চ রান যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয়ের। ওল্ড ডিওএইচএসের হয়ে খেলা জয় ১৩ ম্যাচের ১২ ইনিংসে ৩৯২ রান করেছেন। এবারের আসরে তার ব্যাট থেকে এসেছে ২টি হাফ-সেঞ্চুরি। এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসানের। ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৯ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। দলের বিপদে বেশ কয়েকটি ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।

ঘরোয়া আসরের পারফরমেন্সে ২০১৮ সালের পর আবারো জাতীয় দলে সুযোগ পান নুরুল। আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য সিরিজের তিন ফরম্যাটেই নাম রয়েছে নুরুলের। চতুর্থ সর্বোচ্চ রান গাজী ক্রিকেটার্সের মুমিনুল হকের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল ৩৮৫ রান করেন। ২০১৪ সালে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন  আসরে  ২টি হাফ-সেঞ্চুরি করা মুমিনুল। 





খেলোয়াড়                                            ম্যাচ    ইনিংস    রান    গড়     ১০০    ৫০

মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন)                      ১১      ১০     ৪১৮    ৫২.২৫    ১      ৩

মাহমুদুল হাসান জয় (ওল্ড ডিওএইচএস)    ১৩     ১২      ৩৯২    ৪৩.৫৫    ০      ২

নুরুল হাসান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)   ১৬    ১৫      ৩৮৯    ৩৫.৩৬    ০      ১

মুমিনুল হক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)         ১৭    ১৫      ৩৮৫    ৩৫.০০    ০      ২

মোহাম্মদ নাইম (আবাহনী)                               ১৬    ১৫      ৩৭৫    ২৮.৮৪    ০      ১


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours