অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কাল নিয়েই মহাকাল। আর এই মহাকালের দেবী হচ্ছেন কালী। কালীকে আমরা অনেকেই অনেক কারণে পুজো করে থাকি এবং তিনি আমাদের সকলকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। কালীপুজোর দিন ভক্তি সহকারে মায়ের পুজো করার সঙ্গে করুন সহজ কিছু কাজ বা টোটকা। এর ফলে ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগবে না।
টোটকা
১) কালীপুজোর রাতে কালী মন্দিরে কিছুটা আতপ চাল, ঘি, একটা গোটা নারকেল এবং ১০৮টি জবা ফুলের মালা দান করুন। এর ফলে জীবন থেকে বাধা দূর হয়ে যাবে।
২) কালীপুজোর রাতে ৭টি ডাব নিন এবং তাতে সিঁদুরের ফোঁটা দিন। তার পর সেই ৭টি ডাবকে লাল কাপড়ে মুড়ে ঘরে কুবেরের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে সেই ৭টি ডাব ৭ জন ব্রাহ্মণকে দান করুন।
এর ফলে জীবনে শুভ সময় দ্রুত আসবে এবং আর্থিক উন্নতি হবে।৩) কালীপুজোর রাতে বট গাছের গোড়ায় কালো তিল দান করুন তিন বার। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে।
৪) কালীপুজোর রাতে ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখুন। কোনও মতেই যেন সেই প্রদীপ নিভে না যায়, খেয়াল রাখতে হবে। এর ফলে ঘর থেকে নেগেটিভ শক্তি কমে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে।৫) কালীপুজোর রাতে বাড়ির ছাদে কালো রঙের পাঁচমুখী প্রদীপ জ্বালুন। এর ফলে বাড়ির অশুভ শক্তির বিনাশ ঘটবে।
Post A Comment:
0 comments so far,add yours