তিন বছরের তৈমুর খুব শীঘ্রই বড় দাদা হতে চলেছে । সম্ভবত আগামী বছরের শুরুর দিকে মা হবেন বেবো ।

• দ্বিতীয়বার সন্তানসম্ভবা করিনা কাপুর খান । ৪০ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বেবো । এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান ।
• গুঞ্জন চলছিলই । শেষ পর্যন্ত মাস দুয়েক আগে নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন এই খুশির খবর । জানিয়েছিলেন নবাব পরিবারে নতুন সদস্য আসতে চলেছে শীঘ্রই ।• জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকেই সন্তানের জন্ম দেবেন নায়িকা । এই মুহূর্তে তাই পরিবারে খুশির হাওয়া ।
• তিন বছরের তৈমুর খুব শীঘ্রই বড় দাদা হতে চলেছে । তৈমুরের জন্মের সময় করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলে না মেয়ে, কী চান তিনি। বেবো জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, তাঁর বা সইফের তা নিয়ে কোনও ট্যাবু নেই । তবে নিজে তিনি মেয়ে, তাই মেয়েই তাঁর বেশি পছন্দ, এমন ইচ্ছাই তিনি প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে ।• তার একটা স্পষ্ট কারণও অবশ্য রয়েছে । বাবা রণধীর কাপুর আর মা ববিতার দুই মেয়ে । করিশ্মা আর করিনা । তাঁর মনে হয়, মেয়েরা অনেক বেশি বাবা-মায়ের খেয়াল রাখে
• তিনি ও তাঁর দিদি করিশ্মা যে ভাবে মা-বাবার দেখাশোনা করেন, ছেলে হলে এমনটা করত না বলেই তাঁর মত।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours