দীপাবলির রাতেই পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে দুটি গ্রহাণু। তার মধ্যে একটির আকার ছোট হলেও, অন্যটি আকারে অনেকটা বড়, প্রায় তাজমহলের আকারের দ্বিগুণ। বিজ্ঞানীরা এই গ্রহাণু দুটির নাম দিয়েছেন, ‘২০২০ টিবি ৯’ ও ‘২০২০ এসটি ১’। নাসার পক্ষ থেকে জারি করা রিপোর্ট অনুসারে, এদের মধ্যে ২০২০ এসটি ১ ধ্বংসলীলা চালানোর শক্তি রাখে।
একটি গ্রহাণু যে ধ্বংসলীলা চালানোর যোগ্য, সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত এটি পৃথিবীর কত কাছে আসতে পারে, সেটি একটি গ্রহাণুর ধ্বংসলীলা চালানোর ক্ষমতার উপর নির্ভর করে। এছাড়াও আরও কয়েকটি মানদণ্ড রয়েছে, যা দিয়ে সবটা বিচার করা হয়।এক্ষেত্রে বলা হয়েছে, গ্রহাণু ২০২০ এসটি ১-এর আনুমানিক আকার ১৭৫ মিটার। এটি পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় এর গতি থাকবে ঘণ্টায় ২৮,৬৪৬ কিলোমিটার।
Post A Comment:
0 comments so far,add yours