আরও এক বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) দায়িত্বে থাকছেন সঞ্জয় কুমার ডিরেক্টর হিসেবে কর্মরত তিনি। আগামী সপ্তাহেই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তাঁর কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
১৯৮৪ সালের ব্যাচের আইআরএস (আইটি) সঞ্জয়কুমার। ২০১৮ সালের ১৯ নভেম্বর দু’বছরের জন্য ইডি-র ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। আগামী সপ্তাহেই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অর্থ মন্ত্রক আরও এক বছর তাঁকে ওই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রক অধীনস্থ রাজস্ব দফতর শুক্রবার একটি নির্দেশিকা জারি করে। তাতেই সঞ্জয়কুমারের কার্যকালের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়। ২০১৮ সালে যে নিয়োগপত্র পেয়েছিলেন সঞ্জয়কুমার, সেটি সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাতে স্বাক্ষরও করেছেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।
সাম্প্রতিক কালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) যত ব্যাঙ্ক দুর্নীতির ঘটনা সামনে এনেছে, তাতে বেআইনি অর্থপাচার, বৈদেশিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তদন্তের ভার পড়েছে ইডি-র কাঁধেই। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র সঙ্গে মিলে সন্ত্রাসী কাজকর্মে অর্থের জোগান, কালোটাকা উদ্ধারের তদন্তেও হাত লাগিয়েছে তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours