এই ধরণের অর্থহীন এবং যুক্তিহীন দাবিতে জনস্বার্থ মামলা এবং তাও আবার সর্বোচ্চ আদালতে করে ওম প্রকাশ আদতে কোর্টের সময় নষ্ট করেছেন, জানান বিচারপতি৷
#নয়াদিল্লি: করোনার আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে ফেলার দাবি করেছিলেন চিকিৎসক৷ এবার তার সেই দাবি নস্যাৎ করল সুপ্রিম কোর্ট সঙ্গে করা হল মোটা টাকার জরিমানাও ৷ হরিয়ানার ওম প্রকাশ বৈদ্য জ্ঞানতারা দাবি করেছিলেন যে তাঁর তৈরি করোনার প্রতিশেধক ব্যবহার করতে পারেন চিকিৎসকরা ৷ এমনকী, করোনা চিকিৎসায় বিভিন্ন হাসপাতালেও এই ওষুধ ব্যবহার করলে এতে উপকার মিলবে বলেই দাবি ছিল তাঁর৷
ওম প্রকাশ বৈদ্য জ্ঞানতারা আয়ুর্বেদ মেডিসিন এবং সার্জারিতে (Bachelor of Ayurvedic Medicine and Surgery-BAMS) স্নাতক৷ তাঁর তৈরি এই ওষুধ দেশজুড়ে ব্যবহারের জন্য যাতে নির্দেশ দেওয়া হয় তারই অনুরোধ করে তিনি৷ এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করে কোর্টের কাছেও সেই আর্জি রাখেন ওম প্রকাশ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিবকে এই মর্মে বার্তা দেওয়ার জন্য কোর্টের কাছে আর্জি রেখেই এই বিশেষ মামলা করেন তিনি৷
কী ছিল ওম প্রকাশের দাবি? সম্পূর্ণ দেশি উপায়ে তৈরি তাঁর এই ওষুধে সেরে উঠবে করোনা রোগী৷ এই আয়ুর্বেদ ওষুধে মিলবে করোনা থেকে মুক্তি ৷ তাঁর এই দাবি শুনে খুবই বিরক্ত হন বিচারপতি সঞ্জয় কে কৌল৷ এই ধরণের অর্থহীন এবং যুক্তিহীন দাবিতে জনস্বার্থ মামলা এবং তাও আবার সর্বোচ্চ আদালতে করে ওম প্রকাশ যা আদতে কোর্টের সময় নষ্ট করেছেন, সেটাই জানা তিনি৷ এমন ভাবে কোর্টের সময় নষ্ট করার অধিকার নেই বলেই মত বিচারপতির৷ বিচারপতিদের বেঞ্চে ছিলেন অজয় রাস্তোগি এবং অনিরুদ্ধ বসুও ৷ তাঁদের মতে, এই মামলা দায়ের করে আদতে ওম প্রকাশ জনসমক্ষে  খ্যাতিই অর্জন করতে চেয়েছেন৷ এই ধরণের মামলা দায়ের করা বন্ধ হোক৷ কারণ অনেকেই ভাবছেন যে কোনও না কোনও উপায়ে তারা করোনার ওষুধ তৈরি করে ফেলেছেন৷ যা অযৌক্তিক৷ জানিয়েছেন বিচারপতিরা৷
এতে কোর্টের সময় নষ্ট হচ্ছে জানিয়েছে শীর্ষ আদালত৷ এরপরই ওম প্রকাশের করা রিট পিটিশন বাতিল করে আদালত এবং ১০হাজার টাকা জরিমানাও করা হয়৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours