বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে কোনও লাভ-ক্ষতির অঙ্ক চলে না  ৷  নিখাদ ভালোবাসা ও সব সময় পাশে থাকার এক নিশ্চুপ অঙ্গিকার ৷ ফ্রেন্ডশিপ ডে ফের মনে করা সিনে পর্দার জনপ্রিয় বন্ধুত্বকে ! আমির খান, আর মাধবন ও শরমন যোশি অভিনীত ‘থ্রি ইডিয়ট’ শেখায় বন্ধুত্ব সবার ওপরে ৷ অন্য কিছু নয় ৷

বন্ধুত্বের কথা যখন আসে, তখন ‘দিল চাহতা হ্যায়’ ছবির কথা তো আসতেই হয় ৷ বলিউডে এর আগে বন্ধুত্ব নিয়ে এত ভালো ছবি হয়নি ৷ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, অক্ষয় খান্না ও সইফ আলি খান
প্রেমের সম্পর্কের আগেও বন্ধুত্বের সম্পর্ক ৷ ‘জানে তু ইয়া জানে না’ ছবি সেটাই শিখিয়ে যায় ৷ ছবিতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ও ইমরান খান ৷
পরিচালক ওম প্রকাশ মেহরার ছবি ‘রং দে বসন্তি’ ! বন্ধুত্ব, রাজনীতি, প্রতিবাদ ৷ এই ছবিতে উঠে এসেছিল বন্ধুত্বের প্রত্যেকটি রং ৷
‘শোলে’ জয়-বীরুর বন্ধুত্ব তো সবচেয়ে জনপ্রিয় !
প্রেম ও বন্ধুত্বের নতুন সংজ্ঞা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ !
বন্ধুত্বের সুপারহিট ফমুর্লা ‘জিন্দেগি মিলেগি না দুবারা’ !

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours