এখনও পর্যন্ত আফগানিস্তানে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪,৩৬৬ জন
#কাবুল: এমনিতেই সন্ত্রাসবাদ, মৌলবাদের ঝামেলায় সবসময় জর্জরিত থাকে এই দেশ। আবার সেখানেই মরণ কামড় বসিয়েছে করোনা ভাইরাস। আফগানিস্তানের আইনসভার ৬০ থেকে ৭০ শতাংশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এই খবর সম্প্রচার করেছে সে দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কে।
সংসদের সদস্য, সিমিন বারেকজাই জানিয়েছেন, ‘একথা সত্যি যে করোনা ভাইরাসের আক্রমণে এদেশের আইনসভার বেশির সদস্যই কাবু। তবে অনেকেই এঁদের মধ্যে সেরে উঠেছেন। কেউ কেউ এখনও আক্রান্ত। তাঁরা সেলফ কোয়ারেনন্টাইনে আছেন। আমি আশা করছি, যাঁরা এখনও আক্রান্ত, তাঁরা দ্রুত সেরে উঠবেন। সংসদের কাজ আবার দ্রুত শুরু করা যাবে।’
একটি বেসরকারি হাসপাতাল সংবাদমাধ্যমকে জানিয়েছে, বেশ কয়েকজন আইনসভার সদস্য স্থানীয় হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করেছেন। যাঁদের মধ্যে বেশিরভাগেরই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
করোনা সংক্রমণের পর থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানে সংক্রমিত হয়েছেন ৩৪,৩৬৬ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সে দেশে মৃত্যু হয়েছে ৯৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা ১৭২ জন।
Post A Comment:
0 comments so far,add yours