সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কলকাতার বাসিন্দারাই।
#‌কলকাতা:‌ এত লকডাউন, এত স্বাস্থ্যবিধি মেনেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে রবিবার নতুন করে রেকর্ড হল রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৫৬০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,০১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৮,৫৮১ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৩২ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৬,১৭,০৭৯ জনের। রাজ্যে একসঙ্গে কাজ করছে ৫২টি ল্যাব।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কলকাতার বাসিন্দারাই। সেখানে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯,৬০৮–এ। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা, এই জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬২৯ জন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৩৯৫২ জন। আর দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ২২২৮ জন। মৃতের সংখ্যাতেও সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। সেখানে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours