করোনায় আক্রান্ত হয়ে হাওড়ায় প্রথম কোনও পুলিশ কর্মীর মৃত্যু হল৷ মৃত পুলিশকর্মী হাওড়া সিটি পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এ দিন তাঁর মৃত্যু হয়৷
হাওড়া সিটি পুলিশের অন্তর্গত চ্যাটার্জী হাট থানায় কর্তব্যরত ছিলেন এই পুলিশ কর্মী৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায়  দেহ হাতে পায়নি পরিবার ও সহকর্মীরা৷ পুলিশকর্মীর মৃত্যুতে শোকের ছায়া গোটা পুলিশ মহলে৷ হাওড়া শিবপুর পুলিশ লাইনে মৃত পুলিশকর্মীর ছবিতে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ একাধিক পুলিশ আধিকারিকরা৷ মৃত পুলিশকর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার ৷
এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন৷ বেশ কিছু পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ আবার অনেকেই করোনা যুদ্ধ জয় করে ফিরেছেন বাড়িতে৷ কেউ কেউ আবার সুস্থ হয়ে যোগ দিয়েছেন কাজে ৷ তবে সহকর্মীর মৃত্যুতে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে পুলিশকর্মীদের মধ্যে৷
মৃত পুলিশকর্মী প্রথমে লিলুয়া ও পরে চ্যাটার্জি হাট থানায় কর্মরত ছিলেন৷ পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা ছিলেন এই পুলিশকর্মী৷ বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে৷ গত মাসের ২৮ তারিখ তিনি শেষবার ডিউটি করেন৷ এরপর থেকেই শারীরিক সমস্যা শুরু হয় তাঁর৷ জ্বর-কাশি সহ করোনার একাধিক উপসর্গ দেখা দেয় ওই পুলিশকর্মীর৷ হাওড়ার একটি বেসরকারি কোভি়ড হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হাসপাতালে৷ চলতি মাসের ৪ তারিখে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হয়৷ মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours