উত্তর প্রদেশে পথ দুর্ঘটনা, দুটি ট্রাকের ধাক্কায় মৃত্য়ু ২৪ পরিযায়ী শ্রমিকের। আহতের সংখ্যা ১৫-২০ জন। হতাহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন।

নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী ট্য়ুই করে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ফেরার খরচ দেবে রাজ্য। ১০৫টি ট্রেনে যা খরচ হবে তা দেবে রাজ্য সরকার। রেল বোর্ডকে এ ব্যাপারে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কাউকে কোনও টিকিট কাটতে হবে না। ১৪টি রাজ্যের সঙ্গে তথ্য মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের ফেরত। ৭টি ট্রেনের মধ্যে ২টি ট্রেন ইতিমধ্যেই এসেছে। ১৪টি রাজ্যে আটকে পড়াদের তালিকা তৈরি হয়েছে। সীমানায় স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours