বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর খসড়া তালিকায় নাম নেই,২০০২ এর লিস্টের নাম থাকা সত্ত্বেও হ্যারিং এর জন্য বাড়িতে বি এল ও


দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার কুমড়ো পাড়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। 
যিনি বামফ্রন্টের আমলে দু দুবার সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী। 2002 এর বেস্ট এ নাম জ্বলজ্বল করছে অথচ ওই প্রাক্তন মন্ত্রীর নাম তালিকায় না থাকায় উটছে অনেক প্রশ্ন। যদিও হেয়ারিংয়ের ডাক পেয়েছেন তিনি। বয়স ৮২ তবুও BLO বাড়িতে এলেন হিয়ারিং এর জন্য। যদিও নির্বাচন কমিশনার জানিয়েছেন ৮৫ ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হ্যায়ারিং হবে। 
তাহলে কি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হয় তাকে এক্সট্রা ফেসিলিটি দেয়া হলো? প্রশ্ন এড়িয়ে গেলেন BLO।

তবে প্রাক্তন সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী জানালেন তিনি কোন এক্সট্রা সুযোগ চাননি। হেয়ারিং এর জায়গায় যেতে চেয়েছিলেন। তবুও তার বাড়িতে এসে আজ কাগজপত্র নিয়ে গেলেন। 
এ বিষয়ে BLO কবিতা দাশগুপ্ত বলেন কান্তি বাবু সমস্ত কাগজপত্র দিয়েছিলেন কিন্তু কোন মতেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছিল না। বাধ্য হয়ে ওনাকে হিয়ারিং এর জন্য চিঠি করতে হয়। সেখানে এসে কান্তি বাবুর সঙ্গে একটি ছবি তুলে নিয়ে চলে গেলেন নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী। তিনি আরো বলেন ২২১ নম্বর ১০৩ জন ভোটারকে ডাকা হয়েছে হ্যারিং এর জন্য।তার মধ্যেই রয়েছেন কান্তিবাবু।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours