রাতেই কালিতলা থানায় ই-মালখানার উদ্বোধন করেন পুলিশ সুপার বিশপ সরকার
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আশুতি থানায় চালু হলো অত্যাধুনিক ই-মালখানা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে শুক্রবার রাতে এই ই-মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হরে কৃষ্ণ হালদার , ডিএসপি এডমিন মৌমিতা সেন , এসডিপিও সৈয়দ রেজাউল কাবির, মহেশতলা থানার আইসি তাপস সিনা ওসি রুপাম ভট্টাচার্য- সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রথম মগরাহাট থানায় ই-মালখানা চালু করা হয়েছিল। পরে মহেশতলাথানাতে চালু হয়। আগেই পাঁচটি থানায় চালু হয়ে গিয়েছে ই মালখানা ।
শুক্রবার রাতে কালিতলা আশুতি থানায় আধুনিক প্রযুক্তিনির্ভর এই মালখানার পরিষেবা শুরু হলো। পুলিশ সুপার বিশপ সরকারের কথায়, ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানাতেই এখন এটা রুটিন প্রসেস হয়ে গিয়েছে আমাদের পাঁচটা থানায় হয়ে গিয়েছে এটা আজ ৬ নম্বর থানায় চালু হল, এটা গোটা কমিশনারই তেই চালু করব । পর্যায়ক্রমে ই-মালখানা প্রতিষ্ঠার কাজ চলছে।
মালখানা হলো থানায় জমা থাকা নথিপত্র, বাজেয়াপ্ত সামগ্রী এবং মামলার সঙ্গে যুক্ত প্রমাণ সামগ্রী সংরক্ষণের জায়গা। দীর্ঘদিন ধরে এই সংগ্রহশালার কাজ ছিল ম্যানুয়ালি পরিচালিত। ফলে নথি খোঁজা, আদালতে প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ উপস্থাপন—এই প্রক্রিয়াগুলি অনেক সময়সাপেক্ষ হয়ে উঠত।


Post A Comment:
0 comments so far,add yours