সোমবার ১৮.৪ ডিগ্রিতেই থমকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুরের হিসেবে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। এদিন দিল্লির সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিল্লি আর কলকাতার আবহাওয়ায় কার্যত কোনও তফাৎ রইল না।
বাংলার এই ৮ জেলায় 'কোল্ড ডে'-র অ্যালার্ট জারি, কী পরিস্থিতি হতে চলেছে আগামী ৩-৪ দিনে
মাঝে তাপমাত্রা বাড়লেও রবিবার থেকে ফের হাড়কাঁপানো শীতের দাপট শুরু হয়েছে রাজ্যে। হু হু করে স্বাভাবিকের নীচে নামছে তাপমাত্রা। আজ, সোমবার দুপুরের ঠান্ডায় দিল্লির সঙ্গে রীতিমতো জোর টক্কর দিল কলকাতা। ১৮.৪ ডিগ্রিতেই থমকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুরের হিসেবে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। এদিন দিল্লির সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিল্লি আর কলকাতার আবহাওয়ায় কার্যত কোনও তফাৎ রইল না।
সোমবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার জেরে রোদ না ওঠায় দিনভর কাঁপুনি চলেছে বাংলা জুড়ে। সোমবারের পর মঙ্গলবারও রাজ্যের ৮ জেলায় শীতল দিনের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় শীতল দিনের অ্যালার্ট জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি নীচে থাকার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। জোরদার হচ্ছে উত্তরে হাওয়া, রাতে আরও কাঁপুনি ধরাবে শীত।
দার্জিলিং-কালিম্পংয়ে কতটা ঠান্ডা পড়বে?
উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেই বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সন্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা।
এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ সোমবারও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours