আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করছিলেন হুমায়ুন। সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন। হুমায়ুনকে দেখেই তাঁরা এগিয়ে আসেন। সঙ্গে-সঙ্গে চিৎকার করতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল।
'আপনি বিজেপি-র দালাল', ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন TMC কর্মীরা
হুমায়ুন কবীর
দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্ন দূরত্ব। আর তারপরই তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এরপর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজের দল গঠন করেন। নাম দেন ‘জনতা উন্নয়ন পার্টি’। সেই দিনই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তিনি জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন। সেই মতো সোমবার ব্রিগেডে মাঠ পরিদর্শনে আসেন। আর সেখান থেকেই বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন।
আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করছিলেন হুমায়ুন। সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন। হুমায়ুনকে দেখেই তাঁরা এগিয়ে আসেন। সঙ্গে-সঙ্গে চিৎকার করতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল। সকলেই নিজেকে তৃণমূল বলে দাবি করেন। যদিও হুমায়ুন কোনও কিছুই পাত্তা দেননি। পরে সব দেখা বলে মন্তব্য করেন তিনি।
যাঁরা হুমায়ুনকে ঘিরে এ দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন সংবাদ মাধ্যমের সামনে, “হুমায়ুন কবীর বিজেপি কর্মী। তিনি বিজেপির দালাল।” এরপর সাংবাদিকরা ওই বিক্ষোভকারীকে প্রশ্ন করেন, আপনারা কি কোনও রাজনৈতিক কর্মী? তখন তিনি উত্তর দেন, “আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম। এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম। আমরা তৃণমূল করি।”
গোটা বিষয়টি নজরে রাখেন হুমায়ুন। তিনি পরে বলেন, “ওরা পারলে সভা ভেস্তে দেখাক। কে কার দালাল পরে দেখব। ওঁদের কথার কোনও জবাব দেব না।”


Post A Comment:
0 comments so far,add yours