গঙ্গাসাগর মেলার আগেই সমুদ্র সৈকতে গঙ্গা আরতির মহিমা, ভিড় জমালেন কয়েকশো পুণ্যার্থী
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হচ্ছে, কিন্তু তার আগেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে সাগরতটে। এই আবহে পুণ্যার্থীদের উৎসাহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল সমুদ্র সৈকতে আয়োজিত বর্ণাঢ্য 'গঙ্গা আরতি'। সোমবার সন্ধ্যায় সাগর দ্বীপের কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র সৈকতে ব্রাহ্মণ সমিতির পক্ষ
থেকে এই বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়। বারাণসীর কায়দায় প্রদীপ ও ধূপের আলোকসজ্জার মাধ্যমে যখন আরতি শুরু হয়, তখন এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয় সৈকত জুড়ে। গঙ্গার এই বিশেষ বন্দনা দেখতে কয়েকশো পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছে l


Post A Comment:
0 comments so far,add yours