মহারাজদের নাম কাটায় রণংদেহী মমতা: 'বিজেপির ইশারায় কাজ হলে বরদাস্ত নয়'
সাগর মেলা শুরুর মুখেই ভোটার তালিকা থেকে সাধু-সন্ত ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের নাম বাদ যাওয়া নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর সফরে গিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হলে রাজ্য সরকার তা কোনোভাবেই মেনে নেবে না।
ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ অভিযোগ করেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। বর্তমানে মেলার কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে ওড়িশার আদি বাড়িতে গিয়ে নথিপত্র আনা বা শুনানিতে হাজির হওয়া অসম্ভব। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিয়ে ওই মহারাজ বলেন, "অন্যায়ভাবে নাম কাটা হলে আমি আদালতের দ্বারস্থ হব।"
মহারাজের অভিযোগ শোনার পরই মেলা প্রাঙ্গণ থেকে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন:
"বিরাট অন্যায় হচ্ছে। বেছে বেছে সাধু-সন্ত ও মহারাজদের নাম বাদ দেওয়া হয়েছে। কেউ মাস্টারের কথা শুনছেন, কেউ প্রভুর নির্দেশ পালন করছেন। বিজেপির ইশারায় যদি কেউ কাজ করেন, তবে জেনে রাখুন মানুষের সাথে এই অন্যায় আমি বরদাস্ত করব না।" এদিন দুপুর দুটো নাগাদ হেলিকপ্টারে গঙ্গাসাগর পৌঁছান মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড মাঠের পাশের সভা মঞ্চ থেকে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মুড়িগঙ্গা নদীর উপর দীর্ঘ প্রতীক্ষিত সেতু। দৈর্ঘ্য: ৪.৭৫ কিলোমিটার (চার লেন)। ব্যয়: প্রায় ১৬৭০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘে যান এবং সেখান থেকে কপিলমুনির আশ্রমে পুজো দেন। মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে রাতে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকও করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, সাধু-সন্তদের অধিকার রক্ষায় সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বিজেপির হিন্দুত্ববাদের তাসকে চ্যালেঞ্জ জানালেন, তেমনই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সাগরের মানুষের মন জয়ের চেষ্টাও করলেন।


Post A Comment:
0 comments so far,add yours