গঙ্গাসাগর মেলা: খাল থেকে বালি তোলায় স্থানীয়দের বিক্ষোভ, কাজ বন্ধের নির্দেশ মন্ত্রীর

আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৫ জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে সেই উপলক্ষে ঘাটের মেরামতির জন্য খাল থেকে জোর করে বালি তোলায় গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদার সংস্থা প্রভাব খাটিয়ে বেগুয়াখালি মেটের খাল থেকে যথেচ্ছভাবে বালি কেটে মেলা প্রাঙ্গণের সি-বিচে ফেলছে।


এলাকাবাসীর মূল উদ্বেগ হলো, খালপাড় থেকে এভাবে বালি কাটলে পাশের আইলা বাঁধটি দুর্বল হয়ে ধসে যেতে পারে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় নোনা জল ঢুকে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। বালি কাটা বন্ধ করার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিষয়টি দ্রুত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নজরে আসে। তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠান এবং অবিলম্বে বালি কাটার কাজ বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বিরোধীরা অভিযোগ করেছেন, এডুকেশন ডিপার্টমেন্ট ‘অবৈজ্ঞানিক পদ্ধতিতে’ বালি কাটছে এবং এর পিছনে শাসকদলের নেতাদের মদত রয়েছে। তাঁরা কটাক্ষ করে বলেন, বাঁধ ভাঙলে সেই মেরামতির কোটি কোটি টাকা নেতা-আমলাদের পকেটে ঢুকবে। স্থানীয়দের পক্ষ থেকে এই বিতর্কিত বালি কাটার প্রক্রিয়ার বিরুদ্ধে গঙ্গাসাগর কোস্টাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours