লোকালয়ে আসা বাঘ তাড়াতে গিয়ে বাঘের আক্রমণে চোখ নষ্ট গণেশর  অনিশ্চিত ভবিষ্যৎ ভরসা একমাত্র স্ত্রীর মাছ কাঁড়া ধরা।


গত প্রায় ৮ মাস আগে কুলতলির মৈপিঠ কোষ্টাল থানা এলাকায় লোকালয়ে বাঘ আসে।বনদপ্তরের মানুষজন এবং এলাকার বেশ কিছু যুবক বাঘ জঙ্গলে ফের আবার প্রচেষ্টা শুরু করে তাদের মধ্যেই ছিল  গনেশ শ্যামল। সবাইয়ের সঙ্গে বনদপ্তরের সঙ্গে বাক তাড়াবার কাজ শুরু করে গণেশ। হঠাৎ বাঘের আতঙ্কে    ৫৫ ঊর্ধ্বে এক ব্যক্তি সোজনে গাছের মগডালে ওঠে পড়ে। আর সেখানেই যে বাঘ ঘাপটি মিলে রয়েছে বুঝতে না পেরে গণেশ বৃদ্ধ কে গাছ থেকে নামাবার চেষ্টা চালাতে থাকে। 

নামাতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েগুড়গুড়িয়া ভুবনেশ্বরীত গণেশ শ্যামল। এতে তার একটি চোখ অন্ধ আর অন্য চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহারায়। দুস্থ দরিদ্র অসহায় অন্ধত্বের জীবনে কেউ আর তার পাশে নেই। পরের বাড়ির কাজ করা নদীতে মাছ ধরা সংসার চালানো একমাত্র স্ত্রীর উপর। স্ত্রীর হাত ধরে বেঁচে থাকার লড়াই গণেশের। কি করবে কোথায় যাবে? কি বা খাবে স্ত্রীর উপার্জনে চলে তার সংসার। কি ভাবে চলবে সংসার। কিন্তু তার উত্তর পাওয়া যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours