জুন মাসের কথা। বাংলাদেশি সন্দেহে সোনালি খাতুন, সুইটি বিবি ও তাঁর ছয় বছরের সন্তান-সহ মোট ১৬ জনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। সেই সময় এই ঘটনায় সরব হয়েছিল রাজ্য সরকার। 'বাংলা বলায়' পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সব অভিযোগের তোয়াক্কা করেনি পুলিশ।
বাংলাদেশের জেল থেকে মুক্তি 'পুশব্য়াক' হওয়া সোনালিদের, কবে ফিরবেন ভারতে?
ফিরছেন সোনালিরা
অবশেষে স্বস্তি। বাড়ি ফিরছেন বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। তাঁকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। তবে শুধু তাঁকে একা নয়, দীর্ঘদিন ধরে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে বন্দি রাখার পর সোনালি-সহ মোট ছয় জনকে মুক্ত করেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেল কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে তাঁরা। কিন্তু ঠিক কতদিনের মধ্য়ে সোনালিদের ভারতে ফেরানো হবে, সেই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
জুন মাসের কথা। বাংলাদেশি সন্দেহে সোনালি খাতুন, সুইটি বিবি ও তাঁর ছয় বছরের সন্তান-সহ মোট ১৬ জনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। সেই সময় এই ঘটনায় সরব হয়েছিল রাজ্য সরকার। ‘বাংলা বলায়’ পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সব অভিযোগের তোয়াক্কা করেনি পুলিশ। ২৬ জুন পাকড়াও। তারপর অগস্ট মাসে বিএসএফ-এর মাধ্যমে পুশব্যাক। এরপর ২১ অগস্ট সোনালিদের গ্রেফতার করে বাংলাদেশি পুলিশ। অনুপ্রবেশের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে বন্দি করা হয় তাঁদের। সোমবার সেই সংশোধনাগারই জামিন মঞ্জুর করেছে সোনালিদের। সন্ধ্যা নাগাদ জেল থেকে ছাড়া পেয়েছে তাঁরা।
শুধুমাত্র মালদহে ৩১০০ জন HIV পজিটিভ, ৩০০ জনই নাবালক, উদ্বেগে স্বাস্থ্য দফতর
সোনালিদের ভারত থেকে ‘পুশব্যাক’ এবং বাংলাদেশে ‘পুশইন’। উভয় দেশের আদালতের এই মর্মে উঠেছিল মামলা। তাঁদের ফেরাতে একদিকে সুপ্রিম কোর্টে চলেছে মামলা। অন্যদিকে, সোনালিদের ‘অনুপ্রবেশকারী’ প্রমাণে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে চলেছে শুনানি। দেশের শীর্ষ আদালত আগেই সোনালিদের ভারতীয় বলে উল্লেখ করেছিল। তাঁদের দেশে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছিল। সোমবার এই মর্মেই ফের শুনানি ছিল শীর্ষ আদালতে। তবে কেন্দ্রের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। সেই আর্জির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘সরকারের অবস্থান জানতে বলেছিলাম। মানবিকতার খাতিরে তাঁদের ফিরিয়ে আনতে হবে।’
সুুপ্রিম কোর্টে শুনানি। সেই দিন বিকালে অর্থাৎ সোমবার এল মুক্তির দিন। সোনালিদের মুক্ত করল শীর্ষ আদালত। এদিন সেই মুক্তির কথা নিজের এক্স হ্য়ান্ডেলে লিখলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এই আইনি লড়াইয়ে তিনি সোনালির পরিবারকে সহায়তা করছেন। এদিন সাংসদ লেখেন, ‘সুপ্রিম কোর্ট সোনালিদের ফিরিয়ে নির্দেশ দিয়েছে। ভেরিফিকেশনের কাজ শেষ হলে তাঁদের দেশে ফেরানো হবে। সোনালিদের জয় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যপাধ্যায়ের জয়।’


Post A Comment:
0 comments so far,add yours