কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলা ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গাসাগর থেকে রওনা হলেন কয়েকশো সনাতনী ভক্ত ও মানুষজন।


ধর্মীয় ধ্বনি ও স্লোগান দিতে দিতে এই বিপুল সংখ্যক সনাতনী মানুষের যাত্রা ব্রিগেডের উদ্দেশ্যে এক নতুন মাত্রা যোগ করেছে। জানা গিয়েছে, গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে এই ভক্তরা একত্রিত হয়ে সড়ক পথে কলকাতার দিকে অগ্রসর হচ্ছেন।
যদিও আয়োজক সংস্থা এটিকে একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠান বলে দাবি করেছে, কিন্তু বিরোধী মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের বিশাল জনসমাবেশ পরোক্ষভাবে রাজনৈতিক বার্তা বহন করছে।

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা সনাতনী ধর্মপ্রাণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চাইছে আয়োজকরা। ব্রিগেডমুখী এই জনস্রোত রাজ্যের রাজনীতিতে এবং ধর্মীয় জাগরণের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours