পাথরপ্রতিমায় সাম্য মেলা, চারা গাছে জল দিয়ে সম্প্রীতি ও সমতার বার্তা দিলেন বিধায়ক!

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে সম্প্রীতি ও সাম্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো সাম্য মেলা। উত্তর শ্রীনারায়ণপুর ময়রারচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। ইকুইডাইভাসিটি ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রী নারায়নপুর পূর্ণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, নারীজাগরণ কমিটি, কিশোর-কিশোরী বাহিনী, পথিকৃৎ সংঘ, এলাকার শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট মানুষজনের সহযোগিতায় মেলাটি সফলভাবে সম্পন্ন হয়।
মেলার মূল উদ্দেশ্য ছিল সমাজের লিঙ্গ বৈষয়ম দূর করে ভিন্নতাকে গ্রহণ করা সামাজিক ঐক্য, সম্প্রীতি ও সমতার ভাবনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের ভিড় চোখে পড়ে। এদিন মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল


 প্রতিযোগিতামূলক নিয়ম বদলের খেলা, শিশুদের জন্য আঁকা প্রতিযোগিতা, প্রতিবন্ধকতা পার হওয়ার খেলা, ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং নানান ধরনের স্টল। এসব খেলাধুলা ও কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করা হয়।
মেলায় উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার জানা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনশ্রী মণ্ডল-সাম্য মেলা কমিটির কনভেনার পঞ্চানন মজুমদার,সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সমীর কুমার জানা চারা গাছে জল দিয়ে প্রতীকীভাবে সাম্য মেলার সূচনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের সম্প্রীতির মেলা সমাজে ভেদাভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও সচেতন করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি।
আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়, আগামী দিনেও পাথরপ্রতিমা সহ সুন্দরবন অঞ্চলে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সাম্য মেলা কার্যত হয়ে উঠল এক সম্প্রীতির মিলনক্ষেত্র।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours