ক্যানিং থানার হোম গার্ডের ঝুলন্ত দেও উদ্ধার কে ঘিরে রহস্য উন্মোচন, থানার এস আই সায়ন ভট্টাচার্যের নামে অভিযোগ
রক্ষকই যখন ভক্ষক, এমনই ঘটনার সামনে এলো। মহিলা হোম গার্ডের দেহ উদ্ধারের ঘটনায় ক্যানিং থানার মেজ বাবুর নামে অভিযোগ থানায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার থানার কোয়াটার থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। নাম রেশমি মোল্লা । বয়স ২২ বছর। নিহত ওই হোম গার্ড পুলিশকর্মীর বাড়ি জিবনতলা থানা উত্তর মৌখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পেছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন। তারপর বাড়ির থেকেই বারবার ফোন করার পরও ফোনে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।
সারাদিন ফোন করার পর যখন তার সাথে যোগাযোগ না করতে পেরে বাড়ির লোকজন চলে আসে ক্যানিং থানাতে। বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায়। কোয়াটারের দরজা তখন ভেতর থেকে ভজানো। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে ওড়না গলায় পেঁচিয়ে সিলিং এর ঝুলন্ত দেখা যায়।
ইতিমধ্যে মৃত হোম গার্ডের পরিবারের পক্ষ থেকে থানার মেজ বাবু সায়ন ভট্টাচার্যের নামে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেমে ফাঁসিয়ে প্রতারণার অভিযোগ এবং খুনের অভিযোগ।


Post A Comment:
0 comments so far,add yours