সাগর ব্লকে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের মেগা ড্রাইভ: ময়দানে বিডিও, প্রথম দিনেই ছয় পঞ্চায়েতে শোরগোল
গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিল দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লক প্রশাসন। সোমবার থেকে সাগর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া। ব্লক প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকায় যাতে কোনো ত্রুটি না থাকে এবং প্রতিটি যোগ্য নাগরিক যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই শিবির। বিডিও নিজে উপস্থিত থেকে সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে সাগর ব্লকে মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৭৫ হাজার ৬৬০ জন।
তবে তালিকা পর্যালোচনার সময় দেখা যায়, বহু ভোটারের নথিতে কিছু যান্ত্রিক বা তথ্যগত ত্রুটি রয়েছে। এই ভুল সংশোধনের লক্ষ্যে মোট ১১৩০ জনকে আগেভাগেই নোটিশ পাঠানো হয়েছিল। সাগর ব্লকের মোট ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজ প্রথম ধাপে ৬টি গ্রাম পঞ্চায়েতে এই সংশোধনের কাজ শুরু হয়েছে। যাদের কাছে নোটিশ পৌঁছেছিল, তাঁরা আজ নির্দিষ্ট কেন্দ্রে এসে নিজেদের নথিপত্র জমা দেন। নাম সংশোধন, ঠিকানা পরিবর্তন বা ভোটার কার্ডের ছবি সংক্রান্ত সমস্যাগুলি আজকের এই শিবিরে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিডিও কানাইয়া কুমার রাও জানান, "ভোটার তালিকা নির্ভুল করা আমাদের প্রাথমিক লক্ষ্য। যাদের তালিকায় সমস্যা ছিল, তাদের প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে। প্রথম দিনের প্রক্রিয়ায় মানুষের ভালো সাড়া মিলেছে।" বাকি ৩টি পঞ্চায়েতেও দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।


Post A Comment:
0 comments so far,add yours