নির্বাচন কমিশনারের মাইক্রো অবজার্ভারকে ধরে বিক্ষোভ।


দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট সিরাকল হাই স্কুলে আজকের এস আই আর এ হেয়ারিং ছিলো আর সেই খানে নির্বাচন কমিশনারের মাইক্রো ওফ জারভারকে ধরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। মূলত গ্রামবাসীদের যেটা অভিযোগ বাড়িতে বাড়িতে না গিয়ে তারা স্কুলে বসে এস আই আর এর কাজ করছে যার ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে বয়স্ক লোকেদের এবং বিনা কারণে মানুষের হেনস্থা করছে। 

এবং ১০০ দিনের বকেয়া কাজের টাকার দাবিতে এলাকাবাসীরা নির্বাচন কমিশনারের প্রতিনিধিদের ধরে বিক্ষোভ দেখায়। প্রতিবন্ধীদের গাড়ি করে এনে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে তার জন্য বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের যেটা অভিযোগ যে বয়স্ক লোকেদের বাড়িতে বাড়িতে গিয়ে hairing করতে হবে সেটা না করে স্কুলে বসে হেয়ারিং করছিল। এস আই আর নিয়ে মানুষের নাজেহাল করছে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনার তাই তার এই প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours