গঙ্গাসাগর মেলা শুরুর আগেই কপিলমুনির আশ্রমে প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত, ফুলের তোড়ায় স্বাগত জানাল প্রশাসন।
আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই পুণ্যভূমিতে পা রাখলেন আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত মহারাজ। মেলা শুরুর প্রাক্কালে তাঁর এই আগমনকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরে এবং ভক্ত মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সোমবার দুপুর ঠিক একটা নাগাদ মহারাজ কাকদ্বীপ থেকে এলসিটিতে চড়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছান। ঘাটে পা রাখতেই তাঁকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এবং সাগর থানার ওসি অর্পণ নায়েক। তাঁরা মহারাজকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
আশ্রমের পথে মহারাজ
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে পুলিশি নিরাপত্তায় মহারাজ গাড়িতে করে সরাসরি কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দেন। আশ্রম সূত্রে জানা গিয়েছে, মেলা চলাকালীন পূজা-পার্বণ এবং পুণ্যার্থীদের ধর্মীয় রীতিনীতি পালনের সমস্ত দিক তিনি নিজে তদারকি করবেন।
প্রশাসনের তৎপরতা
মহারাজের আগমনের সাথে সাথেই মেলা প্রাঙ্গণের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে। বিডিও কানাইয়া কুমার রাও জানান, পুণ্যার্থীদের জন্য পানীয় জল, বাসস্থান এবং যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ২৪ ঘণ্টা কাজ করছে। জ্ঞানদাস মহন্ত মহারাজের উপস্থিতিতে মেলার ধর্মীয় মাহাত্ম্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours