এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যে যখন মতুয়াদের একাংশ পথে নেমেছেন, সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে, তাঁর কাছে সেই কল রেকর্ডও রয়েছে।

বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় যেন না ওঠে', মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়


 এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মুখ্য়মন্ত্রী নাকি বলেছেন বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা এসেছেন তাঁদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। উত্তর ২৪ পরগনার জেলা শাসককে নাকি এমন নির্দেশ দিয়েছেন। এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যে যখন মতুয়াদের একাংশ পথে নেমেছেন, সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে, তাঁর কাছে সেই কল রেকর্ডও রয়েছে।

শুভেন্দু ঠিক কী বলেছেন?


আজ বিকেল ৫টা পর্যন্ত কত নাম বাদ গেল? জেনে নিন
বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে, “বলেছেন বাংলাদেশ থেকে ধর্মপালনের জন্য যে হিন্দুরা এসেছেন উত্তর ২৪ পরগনার ডিএম-কে কোট করে বলেছেন, তাঁদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছেন, যাতে বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তাঁদের নাম যাতে না ওঠে বিশেষ নজর রাখতে। ইনি আমাদের মুখ্যমন্ত্রী? উনি হিন্দু বিরোধী।”

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আমাদের চরম দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধানই মানেন না। আমাদের সংবিধান স্পষ্টভাবে বলেছে, ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম বাদদিতে বলা হয়েছে। যাঁরা লুকিয়ে প্রবেশ করছেন, তাঁরা যে ধর্মেরই হোন না কেন অনুপ্রবেশকারী। এরপর কাকে নাগরিকত্ব দেওয়া হবে আর হবে না সেটা ঠিক করবে স্বরাষ্ট্রমন্ত্রক।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours