খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা হয়েছিল, তবে অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। দেশে রেখেই চিকিৎসা চলছে তাঁর। এবার পুত্রবধূ ডঃ জুবাইদা রহমানও মেডিক্যাল বোর্ডে সামিল হয়েছেন। রয়েছেন চিনের কিছু চিকিৎসকও। 

রাত পৌনে ১২টায় হাসপাতালে ছুটলেন তারেক রহমান, খালেদা জিয়া কেমন আছেন?
খালেদা জিয়া।

খালেদা জিয়া কেমন আছেন? এই প্রশ্ন সকলের। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেষ জানা গিয়েছিল যে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। কিডনি কাজ করছে না ঠিকভাবে। ছেলে তারেক রহমান (Tarique Rahman) ফেরার পর অবশেষে মিলল খালেদা জিয়ার স্বাস্থ্য় আপডেট (Khaleda Zia Health Update)। চিকিৎসকরা জানালেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী খালেদা জিয়া। ১৭ বছর পর দেশে ফিরেই মাকে দেখতে যান তারেক রহমান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতেও যাবতীয় কাজ সেরে হাসপাতালে যান তারেক। এরপরই শনিবার হাসপাতালের মেডিক্য়াল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ওঁর (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, বলা যাবে না। অবস্থা অত্যন্ত জটিল। সঙ্কটময় মুহূর্ত পার করছেন উনি।”



তিনি আরও বলেন, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। তারপর তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।  

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা হয়েছিল, তবে অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। দেশে রেখেই চিকিৎসা চলছে তাঁর। এবার পুত্রবধূ ডঃ জুবাইদা রহমানও মেডিক্যাল বোর্ডে সামিল হয়েছেন। রয়েছেন চিনের কিছু চিকিৎসকও।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যা রয়েছে খালেদা জিয়ার। এবার ফুসফুসে জল জমে যায়। পাশাপাশি হার্ট ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours