বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনার সভায় চেয়ার থাকলেও সমর্থকদের দেখা নেই বিরোধীদের ভয়ে চেয়ার শূন্য দাবি রাহুল সিনার
২০২৬ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি নির্ধারিত পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর রথতলায়।
তবে এটা বিজেপির পরিবর্তন সংকল্প সভা না পথসভা সমর্থক দেখে বোঝা গেল না। প্রায় ২০০০ চেয়ার থাকলেও ৫০০ সমর্থকের দেখা মেলে নি।
উল্লেখ্য পাথরপ্রতিমা ব্লক তৃণমূলের দুর্ভেদ্দ গড়, আর যেখানেই সভা অনুষ্ঠিত হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের ভূমিপুত্র চারবারের বিজয়ী শাসক দলের বিধায়ক সমীর কুমার জানার নিজের এলাকা। সেই এলাকায় আজ রাহুল সিনহার সভা সম্পূর্ণ ফ্লপ দাবির শাসক দলের।
গত জগদ্ধাত্রী পূজার সময় পাশের গ্রাম পঞ্চায়েতে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপির সমর্থকদের উপস্থিত হয়েছিল চোখে পড়ার মতো,তখন উপস্থিতি দেখে বিজেপি কর্মীরা মন বল বাড়িয়ে লড়াই শুরু করে। তবে আজকের সভা দেখে বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের মনবল কিছুটা হলেও যে নিতে চলেছে সমর্থকদের হাবভাবে বোঝা যায়।
তবে রাহুল সিনার দাবি শাসকদলের হুমকির ভয়ে বিজেপি সমর্থকরা আসেনি,তিনি আরো বলেন যেহেতু এটি একটি মন্ডলকে নিয়ে মিটিং সেহেতু সংখ্যা কম হয়েছে। এত কম কেন সে প্রশ্নের উত্তর মেলেনি।
তবে লোক কম হলে কি হবে আজকের সভায় রাহুল সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বলেন রাষ্ট্রপতি শাসন না চাইলে, তাহলে নির্বাচন কমিশনারের সহযোগিতা করতে হবে, আর নির্বাচন কমিশনারের কাজে বাধা দিলে অবশ্যই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর ফল ভুগবে শাসক দল।
তবে শাসক দলের নেতৃত্ব রাহুল সিনাহর কথায় পরিষ্কার বলেন পাগলে সমস্ত কিছু পাগলের প্রলাপ।
একটা মিটিংয়ে ৫০০ সমর্থক জোগাড় করতে না পারায় মস্তিষ্ক বিকৃত হয়েছে।
অন্যদিকে বিজেপির দাবি শাসক দল যাই বলুন না কেন আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে বৃক্ষ তোমার কি নাম ফলে পরিচয় বুঝিয়ে দেওয়া হবে।
তবে রাহুল সিনার সভাঘিরে প্রশাসনিক ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।


Post A Comment:
0 comments so far,add yours