এফবি আল্লাহ মালিক'* নামের একটি বাংলাদেশি ট্রলারসহ ১৫ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। গতকাল রাতে ভারতীয় জলসীমার ভেতরে ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।


আটক হওয়া ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজ সকালে ওই ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ধৃত ১৫ জন বাংলাদেশী মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে আজই তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসেও একই অভিযোগে ৪টি বাংলাদেশি ট্রলারসহ ১০৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সেই ১০৭ জন বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জেলে বন্দী রয়েছে।

একদিকে রাজ্যের এসআইআর আবহ, অন্যদিকে বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বারে বারে এই ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা উপকূলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours